পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহা:
নারী ও মেয়ে শিশুদের অধিকার ও নিরাপত্তা বৃদ্ধিকরন প্রকল্পের উদ্যোগে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ বন্ধের ইস্যু নিয়ে সংবাদ কর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ড. আতহার উদ্দিন মিলনায়তনে অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এ আলোচনা সভায় অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী সম্পাদক সামসুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী। অনুষ্টানে আরও বক্তব্য রাখেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর কামরুল হুদা সুমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, গোলাম কিবরিয়া ও সহসভাপতি সোহরাব হোসেন । এ ছাড়াও
আলোচনা সভায় সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময়
আলোচনা সভায় বক্তারা বলেন ছাত্র-ছাত্রীদের সাথে সচেতনতা বৃদ্ধি মুলক সভা,বিভিন্ন কমিটির সদস্যদের সাথে অবহিত করন সভা, স্থানীয় পর্যায়ে সমাবেশ করাসহ প্রকল্পের কাজকে আরও নির্যাতনের শিকার নারী ও বালিকাদের সহযোগিতা করাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।