

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৪ সেপ্টেম্বর ৩,২৪০ পিস ইয়াবা ও গৃহবধূসহ তিনজনকে আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুএে জানাযায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় কক্সবাজার থেকে পটিয়া ও ঢাকা পাচারকালে ৩,২৪০ (তিন হাজার দুইশত) পিস ইয়াবা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, (১) হাসিনা বেগম (২৯) সে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর দেয়াং মোহাম্মদ নগর এলাকার বাসিন্দা। তাকে ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা প্রায় ০৭ঃ১৫ ঘটিকায় ৫৪০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়। মোঃ আব্দুল্লাহ্ (২৩), পিতাঃ নুর আলম, মাতাঃ রহিমা খাতুন, সাংঃ বালুখালী, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প নং-১০, ব্লক-ডি/১৫, শেড নং -৪৫, সাইড মাঝিঃ সিনু মাঝি, হেড মাঝিঃ শফিক, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার। মোঃ সাজ্জাদ (২২), পিতাঃ মোঃ আজাদ, মাতাঃ খাদিজা বেগম, সাংঃ বাসা নং-০৮, লেন নং -০৫, সবুজ বাংলা, মিরপুর ১১, থানাঃ পল্লবী, ঢাকা-১২১৬। তাদের সন্ধ্যা প্রায় ০৬ঃ২০ ঘটিকায় ২,৭০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়। তারা পরস্পর যোগসাজশে ইয়াবাগুলো পাচার করছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।