

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার যশোরের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, দিক নির্দেশনায় গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আজ মঙ্গলবার ৬টা ৩০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার পালবাড়ী মোড়ে একজন নারী মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করার জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে এসআই ইদ্রিসুর রহমান, এএসআই রঞ্জন কুমার বসুর, সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী মডেল থানাধীন পালবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে মিনু বেগম (৩২), নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন, গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। আটককৃত নারী মাদক ব্যবসায়ী নিকট হতে ২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী ওই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আটককৃত নারী মাদক ব্যবসায়ী মিনু বেগম, যশোর সদর উপজেলার খড়কি গাজীর বাজার (রেল কলোনি) এলাকার মৃত সোহাগ হোসেনের স্ত্রী বলে জানা যায়।
অপর এক অভিযানে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০ টা ২০ মিনিটের দিকে যশোর শার্শা থানাধীন উলাসী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাহাবুর রহমান মোল্লা (৪৭), নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নিকট হতে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন, গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। আটক মাহাবুর রহমান মোল্লা, শার্শা উপজেলার গিলাপোল গ্রামের মৃত গোলাম মোস্তফার, ছেলে বলে জানা গেছে।
গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আজ মঙ্গলবার রাত ১০ টা ২০ মিনিটের দিকে যশোরের শার্শা থানাধীন উলাশী বাজার এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে এসআই ইদ্রিসুর রহমান, এএসআই রঞ্জন কুমার বসুর সমন্বয় একটি চৌকস টিম শার্শা উপজেলার উলাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আটককৃত ব্যক্তির নিকট হইতে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন।