

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা (যশোর) :
যশোরের ঝিকরগাছায় কোভিড-১৯ মহামারির কারণে ৫৪৩ দিন পর সরকারি নিয়মনীতি মেনে স্কুল খোলার বিষয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুল পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার ও ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের সভাপতি মোঃ মাহবুবুল হক।এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বহুদিন পর তোমাদের শিক্ষাপ্রতিষ্ঠান আবারও চালু হলো। তোমরা সকলেই সরকারি নিয়ম নীতি মেনে মাক্স পড়ে স্কুলে উপস্থিত হবে। সহপাঠীদের সাথে কোন প্রকার কোলাকুলি ও হ্যান্ডশিপ করবে না। সামাজিক দূরাত্ব বজায় রাখবা। স্কুলে উপস্থিত হওয়ার পরে কারোর যদি শরীর খারাপ লাগে তাহলে শিক্ষকদের সাথে যোগাযোগ করবে। ভালোভাবে পড়াশোনায় মন দিবে এটাই তোমাদের নিকট আমার চাওয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লু রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভাগত বিশ্বাস, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম সহ উপজেলা প্রশাসন ও স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ।