

মোঃ খােরশেদ আলম বিশেষ সংবাদদাতাঃ
কুমিল্লা চৌদ্দগ্রামে স্কুল খোলার প্রথম দিন রোববার শাহারুল আলম অনাবিল নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। বর্তমানে ওই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলকরা ইউনিয়নের সাতচর গ্রামের প্রবাসী রুহুল আমিন চৌধুরীর ছেলে স্থানীয় পদুয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহারুল আলম অনাবিল রোববার ক্লাশ শেষে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে কিশোর গ্যাং সদস্যরা তার সহপাঠী ও বহিরাগতরা হাসানকে মারধর করে। এ সময় অনাবিল হাসানকে রক্ষা করতে এগিয়ে গেলে কিশোর গ্যাং সদস্যরা তাকে কুপিয়ে ও মারধর করে একটি হাফেজিয়া মাদ্রাসার পাশের জমিতে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ফেনী সদর হাসপাতাল ভর্তি করে। কিশোর গ্যাংয়ের সদস্যরা একই বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন ঘঠনার পর পরই আমরা স্কুল পরিচালনা কমিটি মিটিং করেছি , শিক্ষা অফিসারের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহন করেবো।
বিষয়েদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ বিষয়ে পরিচালনা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ওইকিশোর গ্যাংয়ের বিরুদ্বে পরিবারে পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।আইন গত ব্যবস্থা নেয়া হবে।