

মোঃমহিউদ্দীন খাঁন।কমলগনঞ্জ প্রতিনিধিঃ
কমলগঞ্জের আলীনগর চা বাগানে ছেলের লাঠির আঘাতে চা-শ্রমিক বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার আলীগর চা-বাগানের কামারছড়া ফাঁড়ি বাগানে এ ঘটনা ঘটে। নিহতের নাম শ্যামলাল রবিদাস (৪৫)। এ ঘটনার পর থেকে নিহতের ছেলে নন্দলাল পলাতক রয়েছে। জানা যায়, মঙ্গলবার রাতে চা-বাগানে সাপ্তাহিক মজুরির ৯০০ টাকা নিয়ে নিহতের স্ত্রী শনিছড়ি রবিদাস (৩৫) বাড়ি ফেরার পর তার স্বামী শ্যামলাল রবিদাস মজুরির পাওয়া ৯০০ টাকা থেকে মদ খাওয়ার জন্য কিছু টাকা দাবি করে। এ সময় স্বামীকে ২০০ টাকা দিলে সে আরও টাকা দাবি করার পর টাকা না দিলে হাতে পাওয়া ২০০ টাকা ছিঁড়ে ফেলে। তর্কবিতর্কের এক পর্যায়ে ছেলে নন্দলাল মায়ের পক্ষ নিয়ে বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছেলে নন্দলাল (২০) তার হাতে থাকা লাঠি দিয়ে বাবা শ্যামলালের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন। পরে শমসেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।