

কাপাসিয়া থেকে শরিফ সিকদারঃ
কাপাসিয়া উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন , মাসকলাই বীজ , ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের হলরুমে ১০০ জন কৃষক মাঝে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১১ ইউনিয়নে ১২০ টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা”র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আলম চাঁদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক,কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আয়ুবুর রহমান সিকদার,কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
সিমিন হোসেন রিমি এমপি বলেন কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষিতে অনেক ভর্তুকি দিয়েছে। কৃষিসহ বিভিন্ন সেক্টরে সফলতা জন্য বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাড়িয়েছি। করোনা কালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শীতার কারণে একজন লোকও না খেয়ে মরে নাই। অস্ট্রেলিয়া জাপান কৃষিতে সমৃদ্ধি লাভ করেছে
কাপাসিয়া, গাজীপুর।
১৬ সেপ্টেম্বর ২০২১