

রানীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার নতুন গেট নির্মাণ করলেন অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল । সরেজমিনে গিয়ে দেখা গেছে থানার প্রাচী নির্মাণ,গেট নির্মাণ সহ বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধন কাজ করেছেন তিনি । ইতোমধ্যে বিভিন্ন ধরনের সমাজ সেবা মূলক কাজ করেছেন এ অফিসার ইনচার্জ ।
থানা চত্বরকে সাজিয়েছেন নতুন রূপে গড়ে তুলেছেন বিভিন্ন ফুল বাগান, সাজিয়েছেন থানা পুকুর পাড় সহ চলাচলের মূল ফটক । এ বিষয়ে ওসির সাথে কথা বললে তিনি বলেন আমি থানা চত্বরকে রানীশংকৈল বাসীর নজর কাড়তে এবং থানায় এসে যেন সাধারণ মানুষেরা সৌন্দর্য উপভোগ করতে পারে সে জন্য কাজ করছি , তিনি আরো বলেন আমার এ কাজে সার্বিক সহযোগিতা করছেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক । এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা যদি সহযোগিতা করেন তাহলে আরো উন্নয়ন মূলক কাজ করা যাবে বলে আশা করছি ।