

মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
র্যব-৫ জয়পুরহাট ক্যাম্প
নাটোর জেলার ১৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ ভোর ০৬.০০ টায় এই অভিযান চালানো হয়। নাটোর সদর থানাধীন পূর্ব হাগুরিয়াস্থ মেসার্স এফএনএফিলিং স্টেশন রাস্তা সংলগ্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে ৩২.৪০০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
আসামীরা হলেন ১। মোঃ রানা (১৯)(ড্রাইভার), পিতা-মোঃ শহিদুল ইসলাম। ২। মোঃ শাহ আলম (৩১) (হেলপার), পিতা-আব্দুস সোবাহান, ও ৩। মোঃ আলামিন হোসেন (১৯), পিতা-মোঃ দুলাল। আসামীরা সকলেই লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ গড্ডিমারী গ্রামের বাসিন্ধা কে গ্রেফতার করেন। অপারেশন পরিচালনা করে
১। ৩২.৪০০ কেজি গাঁজা, ২। ০৩ টি মোবাইল, ৩। ০৪ টি সীমকার্ড, ৪। ০১ টি মেমোরিকার্ড, ৫। ০১ টি এ্যাম্বুলেন্স কার, ৬। নগদ=৩,০০০/- টাকা জব্দ করা হয়।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি জানা গেছে, তারা অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে তা স্বীকার করে। উক্ত মাদকদ্রব্য গাঁজা লালমনিরহাট জেলার হাতিবান্ধা সীমান্ত হতে এনে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করার উদ্দেশ্যে রাজশাহীর দিকে উক্ত এ্যাম্বুলেন্স যোগে মাদকদ্রব্য গাঁজা বহন করে আসছিল।
আসামীর বিরুদ্ধে নাটোর জেলার নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।