,কাপাসিয়া থেকে শরিফসিকদার,:
গাজীপুরের কাপাসিয়ায় শশুর বাড়ি বেড়াতে এসে নিখোঁজের তিনদিন পর আনারস বাগান থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ। উপজেলার সদর কাপাসিয়া ইউনিয়নের বড়জোনা মধ্যে পাড়া কবিরাজ বাড়ি জামে মসজিদের দক্ষিণ পাশে আব্দুস শাহিদ মাস্টারের আনারস বাগান থেকে ঝুলন্ত অবস্থায় কাজল চন্দ্র বর্মন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কাজল চন্দ্র বর্মন (২৮) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পুনারশাল এলাকার শুনিল চন্দ্র বর্মণের ছেলে। সে উপজেলার সদর ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের গৌরাঙ্গ চন্দ্র বর্মনের মেয়ের জামাই। তার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা। তার শ্বশুর বাড়িতে নিজের চিকিৎসা করার জন্য এবং স্ত্রীকে দেখার জন্য আসেন এক সপ্তাহ আগে। স্থানীয়দের ধারণা কোন এক সময় তাকে হত্যা করে রাতের আঁধারে মানবহীন এলাকার আনারস বাগানে তাকে ঝুলিয়ে রেখেছে। সে যদি আত্মহত্যা করত তাহলে শশুর বাড়ি এলাকায় করতে পারত। প্রায় দুই কিমি. দূরে আনারস বাগানে এসে আত্মহত্যা করবে এটা রহস্যজনক মনে হয়।
কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খাঁন জানান, নিহতের বাড়ি ভালুকা উপজেলায়। তার মাথায় সমস্যা ছিলো। সে এক সপ্তাহ আগে চিকিৎসা করাতে কাপাসিয়া তার শ্বশুর বাড়ি সাফাইশ্রীতে আসে। বুধবার দিন বিকালে সে বাসা থেকে দাড়ি কাটার কথা বলে বের হয়ে আর ফিরে যায়নি। তিনি আরও বলেন, আজ সকাল সাড়ে নয় টায় বড়জোনা শহিদ মাস্টারের আনারস বাগান থেকে কাজল চন্দ্র বর্মনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।