

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার দুপুরে যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে নিহত শম্পার ওরফ শফিকুল ইসলামের, বাড়ির নিকট পুকুরে পাড় থেকে বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করেন, র্যাব-৬ এর সদস্যরা।
বোমা বিস্ফোরণে নিহত শফিকুল ইসলাম (শম্পার) বাড়ির পাশ থেকে ৩০ টি বোমা ও ১ কেজি ৫ (শত) বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে, র্যাব-৬ সদস্যরা। বিকেল ৩ টার দিকে উদ্ধারকৃত বোমা র্যাব-৬ এর বোমা ডিসপোজাল টিম বোমা গুলো নিস্ক্রিয় করেন।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নিজ ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হয়, বোমা তৈরীর কারিগর শফিকুল ইসলাম শপ্পা। এ সময়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সর্বপ্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার বেগতিক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেও তার অবস্থার কোন উন্নতি না হলে পরিবারের লোকজন পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরবর্তীতে র্যাব-৬ এর গোয়েন্দা টিম তদন্ত শুরু করে জানতে পারে শফিকুল ইসলাম শপ্পার বাড়ির নিকটের পুকুর পাড়ে ও ডোবায় বিপুল পরিমানের বোমা ও বোমা সরঞ্জাম রয়েছে। একপর্যায়ে যশোর র্যাব-৬ এর সদস্যরা শুক্রবার দুপুরে অভিযান শুরু করেন। সেখান থেকে তারা ৩০টি বোমা ও ১কেজি ৫ (শত) গ্রাম বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেন।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মাহাফুজুল ইসলাম আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, শফিকুল ইসলাম শম্পা বোমা তৈরীর সময় বিস্ফোরণে গুরুতর জখম হন। এরপর থেকে র্যাব-৬ এর সদস্যরা তদন্ত শুরু করেন। তদন্তের এক পর্যায়ে জানা যায় নিহত শরিফুল ইসলাম শম্পার বাড়ির পাশের একটি ডোবায় বিপুল পরিমাণে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম ফেলে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে সেখানে অভিযান চালিয়ে ৩০ টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে খুলনা র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ, এর উপস্থিতিতে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় বলে তিনি জানান।