

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে যোগের হাওর নামক স্থানে ইয়াসমিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। ওই গৃহবধূ কোলে থাকা তিন বছরের কন্যা শিশু ফাতেমার মা মা বলে কান্নার শব্দ শুনে লোকজন ওই গৃহবধূর ক্ষত- বিক্ষত মৃতদেহের সন্ধান পায়।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নান্দাইল – তাড়াইল সড়কের অদূরে যোগের হাওর নামক স্থানে। মায়ের মৃতদেহের পাশে বসে কান্নারত শিশু ফাতেমার শরীরে রক্ত লেগে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয়রা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইয়াসমিন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামের মো.সিরাজের কন্যা। প্রায় ৮ বছর পূর্বে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাদিস মিয়ার পুত্র মো. সাদ্দাম হোসেনের সাথে তাঁর বিয়ে হয়। এর মধ্যে তাঁরা দুই সন্তানের জন্ম দেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের বিভিন্ন বিষয়ে কলহ – বিবাদ লেগেই ছিলো। এক পর্যায়ে তা মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়। কয়েকদিন আগে স্বামী ও স্ত্রীর মাঝে সমঝোতা হলে গত দুইদিন আগে ইয়াসমিন স্বামীর বাড়িতে ফিরে আসেন।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মো.ওবায়দুর রহমান বলেন, গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে রবিবার ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।