

মোঃ আকাশউজ্জামান শেখ
রামপাল প্রতিনিধি:
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এ ভোজপাতিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর সদস্য পদপ্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন মোঃ বোরহান উদ্দিন শেখ ।
দীর্ঘ পাঁচ মাস স্থাগিত থাকার পর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হলো প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন । এখানে রামপাল উপজেলার ৮ নং ভোজপাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রতিদ্বন্দ্বি ।তার মধ্যে ছিলেন সাবেক মেম্বার মোঃ হাদি মল্লিক, শেখ আব্দুল ওয়াদুদ,মোঃ বোরহান উদ্দিন শেখ ও মোঃ সাইফুল্লাহ শেখ ।মোঃ বোরহান উদ্দিন শেখ ২২২ ভোট পেয়ে জয়লাভ করেছেন । ১৯৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন শেখ আব্দুল ওয়াদুদ , ১০২ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন মোঃ সাইফুল্লাহ শেখ। এবং ১১ ভোট পেয়ে চতুর্থ বা শেষ স্থানে আছেন মোঃ হাদি মল্লিক।।
অন্যদিকে ভোজপাতিয়া ইউনিয়ন পরিষদ এ বীনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তরফদার মাহফুজুর হক টুকু ।
নব নির্বাচিত মেম্বার মোঃ বোরহান উদ্দিন শেখ তার বক্তব্যে বলেছেন আল্লাহর রহমতে এবং এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থন পেয়ে আমি আজ বিজয়ের এই দিন টি দেখতে পেরেছি ।এ বিজয় শুধু আমার নয় এ বিজয় ওয়ার্ড বাসীর জয় এ বিজয় গরীব- দু:খী মেহনতি মানুষের জয় আমি সবাইকে এক সাথে নিয়ে এলাকাবাসীর সেবা করতে চাই, এবং চেয়ারম্যান মাহফুজুর হক টুকু সাহেবের দিকে নির্দেশনা মেনে কাজ করতে চাই। আমার যারা প্রতিদ্বন্দ্বি ছিলেন তারা আমার গুরুজন , তাই তাদেরকে সাথে নিয়েই সকল কাজ করবো। ইনশাআল্লাহ।
আর যারা এই দীর্ঘদিন আমার সাথে থেকেছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক মোঃ ময়েনউদ্দিন মনু বলেছেন আগে যিনি মেম্বার ছিলেন তার তেমন কোন কাজ আমরা দেখতে পারিনি ,তাকে গ্ৰামে খুঁজে পাওয়া যেতো না, গ্ৰাম ছেড়ে শহরে গিয়ে থাকতো তাই কেউ তাকে সুখে- দুঃখে পাশে পাইনি ।
এবার আমরা একজন সৎ, পরিশ্রমী ও যোগ্য নেতাকে পেয়েছি তাই তিনি সবার কথা ভেবে কাজ করবেন এটাই আমরা কামনা করছি ।