

মোঃখোকন হাওলাদার
পটুয়াখালী প্রতিনিধিঃ জাকির
পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহাঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার অসুস্থ মেধাবী ছাত্র রিপন সাহাকে নিয়ে গত ১২ সেপ্টেম্বর বাংলা চ্যানেল পটুয়াখালী প্রতিনিধির করা প্যাকেজ নিউজ দেখে মানবিক কারনে চিকিৎসার জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন শাহ্ জে চৌধুরী ফাউন্ডর এন্ড ট্রাস্টি শাহ্ ফাউন্ডশন ও সিইও বাংলা চ্যানেল। সােমবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়াজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্হিত থেকে অনুদানের চেক হস্হান্তর করেন জেলা প্রশাসক মােহাম্মদ কামাল হােসেন। বাংলা চ্যানেলের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাকির মাহামুদ সেলিমের সভাপতিত্বে এসময় মোহাম্মদ শহিদুল্লাহ বিপিএম পুলিশ সুপার পটুয়াখালী, সিভিল সার্জন ডাঃ মাঃ জাহাঙ্গীর আলম শিপন, ভারচুয়াল শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহ্ জি চৌধুরী বাংলা চ্যানেল সিইও, প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী,
সাবেক সভাপতি বীর মুক্তিযােদ্ধা নির্মল কুমার রক্ষিত, কাজী ইকবাল, সাধারন সম্পাদক জালাল আহাম্মদ, সাবেক সাধারন সম্পাদক জাফর খান সহ বিভিন্ন প্রিন্টিং ও ইলক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
অসুস্থ রিপন সাহার নিউরাে ফাইব্রামফাসিস টিউমার অপারশনর জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
এ সময় তার চিকিৎসার জন্য আরাে ৫০ হাজার টাকা প্রদানের আশ্বাস দেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন । রিপন সাহা রাঙ্গাবালী ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।