“রক্তের বাঁধন ও মূল্যহীন”


কলমে মাসুদুল হক:
পাপের ভাগের কেউ ভাগী না
সবাই পূর্ণের দলে।
সুসময়ে সবাই পাশে
দুঃখে যায় যে ফেলে।
এটাই হল মানব জীবন
মানুষ এদের বলে।
যাদের জন্য জীবন তোমার
করলে বিসর্জন,
হিসাব কষে দেখো শেষে
কি ছিল অর্জন ।
সবাই আছে নিজের তালে
সবই গেছে ভুলে,
এটাই হল মানব জীবন
মানুষে এদের বলে।
যাদের জন্য নিজের সুখের,
দিলে যে কবর।
তারা এখন তোমার কিগো
রাখে নি খবর।
সময় চলে হিসাব কষে
আসে না আর গেলে
এসব ভেবে পাগল মাসুদ
ভাসে চোখের জলে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category