

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
পৌরসভার ৫ নং ওয়ার্ডে আগামী ৯ অক্টোবর সন্ধায় মাদক বিরোধী আলেম- ওলামা সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা ২০ সেপ্টেম্বর সন্ধায় জাফর উল্লা খান এর বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদক বিরোধী সামাজিক আন্দোলনের প্রধান সমনয়ক বিশিষ্ট ব্যাবসায়ি ও সমাজ সেবক সাবেক ছাএনেতা মাওলানা ওয়াহেদ উল্লা। এতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, ,বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান, হয়রত মৌলনা আশরাফী, হাজী মফিজুর রহমান সওঃ, হাবিবুর রহমান সওঃ মোঃ সেলিম মাষ্টার, পটিয়া আনোয়রা রোড় ব্যাবসায়ি সমিতির সভাপতি মোঃ শহিদুজ্জমান, বিশিষ্ট ব্যাবসায়ি জাফর উল্লা খান,সমাজ সেবক শাহ আলম ড্রাইবার, ব্যংকার মোঃ নুরুল আলম, ৫ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি আমির খসরু, সাবেক সভাপতি শামসুল আরেফিন বিটু,
ডাঃ রাজু, দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলা’র সাংবাদিক সেলিম চৌধুরী, , সাবেক ছাএনেতা মোঃ শাকিল, ব্যাবসায়ি মোঃশফি, মোঃ আবদু সাক্তার, শফিউল আলম, মফিজ সওঃ, আবদুল হক,সুলতান,মোঃ জব্বার, হায়দার আলম, ইদ্রিস ড্রাইবার,আবদু সালাম সওঃ, মোঃ বাবলু প্রমুখ।
সভায় আগামী ৯ অক্টোবর সবজার পাড়া ঈদগাহ মাঠে এলাবাসী ও আলেম ওলামা সমাবেশ সফল করার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানান। সভাপতির বক্তব্যে মাওলানা ওয়াহেদ উল্লা বলেন,মাদক কারবারীদের নিশ্চিহ্ন করা হবে মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে।তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই নিশ্চিহ্ন করা হবে। তাদের স্থান এদেশে হবে না। তারা এত শক্তিশালী নয় যে তাদের ধ্বংস করা যাবে না। তিনি বলেন, যারা মাদককারবারির সাথে জড়িত তাদের সুপথে আনার দায়িত্ব আমার , আপনার , সকলের। মাদক নির্মূল যুদ্ধে আমরা বিজয়ী হবো। কারন বাঙ্গালী জাতি কখনো পরাজিত হয়নি। তাই বিজয়ী হতেই হবে। তিনি আরো বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদেরকে সেভাবে এখন থেকে প্রস্তুত হতেহবে। তিনি আরো বলেন, এদেশ এক সময় গরীব ছিল। কিন্তু আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বিশ্বে আমরা এখন উন্নয়নের রোল মডেল। আগামীতে উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়াবে।তাই আগামীতে উন্নত দেশের নেতৃত্ব তাদেরই দিতে হবে। তিনি আগামী ৯ অক্টোবর বিভিন্ন দরবারের পীর আলেম ওলামা ও এলাকাবাসীর মাদক বিরোধী সমাবেশ সফল করা আহবান জানান।