

সাব্বির হোসেন শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ১নং ধানসাগর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে মাইনুল হোসেন টিপুর জয়। উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র ১নং ধানসাগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে নৌকার প্রার্থী মো. মইনুল হোসেন টিপু ৬ হাজার ৪৩০ভোট পেয়ে বেসরকাভিাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার কিটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী ও তার চাচাতো ভাই মো. মহিম আকন চশমা প্রতিকে পেয়েছেন ২ হাজার ৯৬১ ভোট।
এর আগে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ২নং খোন্তাকাটা ইউনিয়নে জাকির হোসেন খান মহিউদ্দিন, ৩নং রায়েন্দা ইউনিয়নে আজমল হোসেন মুক্তা এবং ৪নং সাউথখালী ইউনিয়নে মো. মোজাম্মেল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হন।
এছাড়া, চারটি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডের মধ্যে একটি বাদে বাকি ৩৫টিতে সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকার জানান, চারটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে এক নম্বর ধানসাগর ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ৩৫টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
হাইকোর্টে মামলা সংক্রান্ত জটিলতায় ধানসাগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে নির্বাচন স্থগিত রয়েছে।