

পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহাঃ
অর্থাভাবে ব্রেন প্রতিবন্ধী রোগে আক্রান্ত দুই বছরের শিশু আসাদুল তুহিনের চিকিৎসা বন্ধ। শিশু ছেলের চিকিৎসা বন্ধ হওয়ায় মা তানিয়া ও দিন মজুর বাবা সোহেল প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছে।
শিশু তুহিনের নানা নতুন বাজারের তালা-চাবি’র মেকার মো. ইদ্রিস জানান, মেয়ে তানিয়ার একমাত্র সন্তান তুহিন দেড় বছর বয়সের সময় অজানা রোগে অসুস্থ হলে, পটুয়খালীতে শিশু(কনসালটেন্ট) ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর দাসের স্মরনাপন্ন হন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার দেয়া চিকিৎসা পত্র মোতাবেক ঔষধ খাওয়ান। এতে ভাল না হওয়ায়, বরিশাল শের-ই-বাংলা কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ উত্তম কুমার সাহাকে দেখান। তিনি বিভিন্ন টেস্ট করায়ে চিকিৎসাপত্র দেন। দীর্ঘদিন ধার কর্জ করে ঔষধ খাওয়ালেও শিশু তুহিন ভালো ন হওয়ায় ডাঃ উত্তম কুমর সাহা শিশু বিকাশ কেন্দ্রের বিভাগীয় প্রধান ও ঢাকা গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালের অধ্যাপক ডাঃ মিজানুর রহমানকে দেখানোর জন্য পরামর্শ দেন।