

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃঃ-
চট্টগ্রামের পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে চালিয়ে দুই মাদক সম্রাট জয়নাল আবেদীন( ২৩) আবদুল কাদের (২৪) কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা (খ) সার্কেল পরিদর্শক
সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদ খবর পেয়ে তাদেরকে পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড হাবিবুর পাড়া ঈদগাহ মাঠ এলাকা সড়ক থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন ও আবদুল কাদের দীর্ঘদিন এলাকায় জমজমাট মাদক ও ইয়াবা বিকিকিনি করে আসছিল। জয়নাল আবেদীন মাদক সম্রাট সরোয়ার এর শ্যালক ও হাবিবুর পাড়ার আবুল কাসেমের পুএ। আবদুল কাদের একই বাড়ির মোঃ আবদু সালামের পুএ। তাদের কাছ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা ১৯০ পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ৫৭ হাজার টাকা। এই দুই মাদক সম্রাট জয়নাল আবেদীন ও আবদুল কাদের কে গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।। এদিকে এসব মাদক কারবারি কে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে এলাকায় সামাজিক আন্দোলন শুরু হয়েছে মৌলনা ওয়াহিদুল আলম নেতৃত্বে। সচেতন মহল আরোও যারা মাদক ব্যাবসার সাথে জড়িত তাদেরকে দ্রুত সময়ে আইনের আওতায় আনার দাবি জানান।