

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার বিকালে ৪ টা ৩০ মিনিটের দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার মহিরন গ্রামস্থ শ্রাবণ চন্দ্র দাসের, নিজ বসতবাড়ি থেকে ৮৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশের সদস্যরা।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ২২ সেপ্টেম্বর বিকেল ৪ টার দিকে বাঘারপাড়া থানাধীন মহিরন গ্রামে শ্রাবণ চন্দ্র দাসের বাড়িতে মাদকের কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) এমরানুর কবীর, নেতৃত্বে এএসআই (নিঃ) শরিফুল ইসলাম, এএসআই (নি:) আব্দুস সালাম লিটনসহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বাঘারপাড়া থানাধীন মহিরণ গ্রামে শ্রাবণ চন্দ্র দাসের, নিজবসত বাড়ি হতে ৮৮ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে করা হয়েছে বলে জানা গেছে।
(১) শ্রাবণ চন্দ্র দাস (৪০), স্বর্গীয় গৌরচন্দ্র দাস, (২) জোবায়ের হোসেন (১৮), আঃ মান্নান, (৩) আঃ গফফার আলী (৩৫), মতিয়ার রহমান, উভয় জেলা- যশোর।
এবিষয়ে বাঘারপাড়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে বলে জানা গেছে।