এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার বিকেল ৪ টার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার
মাইলমারা সাকিনস্থ মাইলমারা খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪ (শত) গ্রাম গাঁজাসহ মিজানুর রহমান বিশ্বাস (৩৬), নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করছেন খুলনা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী ডুমুরিয়া উপজেলার তেলীখালী গ্রামের ফজর আলী বিশ্বাসের পুত্র বলে জানা গেছে।
খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, মহোদয়ের দিক-নির্দেশনায় খুলনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দত্ত, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ২২ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩ টা ৫০ মিনিটের দিকে একজন মাদক ব্যবসায়ী বটিয়াঘাটা থানাধীন সাকিনস্থ মাইলমারা খেয়া ঘাটে মাদক বিক্রির জন্য অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে
এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিকের, নেতৃতে
সংগীয় অফিসার ও ফোর্সসহ বটিয়াঘাটা থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা কালে মিজানুর রহমান বিশ্বাসকে ৪ (শত) গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করেন। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসকল ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
আসামীর বিরুদ্ধে বটিয়াঘাটা থানার মামলা নং- ০৯, তারিখ-২২/০৯/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।