

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
বিশ্বঅলি শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি আগামী (কঃ)র আগামী ২৬ আশ্বিন ১১ অক্টোবর ৩৩ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এক প্রস্তুতি সভা মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পটিয়ার সাংগঠনিক সম্বয়কারীদের সাথে উপজেলা, পৌরসভার, সকল সাংগঠনিক কমিটির সভাপতি – সাধারণ সম্পাদকদের সাথে এক প্রস্তুতি সভা ২২ সেপ্টেম্বর বুধবার সন্ধায় পটিয়া পৌরসদর সালেম আর্কেডিয়া কমিউনিটি সেন্টার সাংগঠনিক সমন্বয়কারী মোঃ মফিজ উদ্দীন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সমন্বয়কারী জাফরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক আবুল মুনছুর খান মাইজভান্ডারি। বক্তব্য রাখেন সমন্বয়কারী মোঃ নাছির উদ্দীন, সম্বয়কারী সাইফুল ইসলাম (সোহেল) সম্বয়কারী আলী আকবর সিকদার, সমন্বয়কারী শাহজাদা মঞ্জু ভান্ডারী, সমন্বয়কারী আবদুর রহিম, সমন্বয়কারী ওমর ফারুক, দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলা’র সাংবাদিক সেলিম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তাকসিন আকিব চৌধুরী প্রমুখ। উক্ত সভায় দুই শতাধিক সাংগঠনিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সুশৃঙ্খলভাবে দাওয়াত কার্ড অর্পণ করেন সাংগঠনিক সমন্বয়কারী বৃন্দ।এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন নেতৃবৃন্দ এবং বেশ কয়েকজন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন,মানবতাবাদী ধর্মীয় সংগঠন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এবং ট্রাস্ট দক্ষ মানব সম্পদ সৃষ্টির মাধ্যমে বিশ্বমানের সুবিধা সম্বলিত উন্নত দেশ গঠনের জন্য শিক্ষা, দারিদ্র বিমোচন, গবেষণা ও প্রকাশনা, স্বাস্থ্যসেবা ও জনসেবামূলক কাজে অবদান রাখছে। এছাড়াও শিক্ষা একটি জাতির অবস্থানের মানদন্ড উল্লেখ করে বক্তারা বলেছেন, দেশব্যাপী নীরবে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট’। তাদের এ কার্যক্রম শিক্ষিত জাতি গঠনে অনন্য ভূমিকা রাখবে। পার্থিব জ্ঞান ও অপার্থিব ধ্যানের অসাধারণ সমন্বয়ক সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী।আগামী ২৬ আশ্বিন মহান ওরশ শরীফ সফল করার আহবান জানান মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পটিয়ার সাংগঠনিক সমন্বয়কারীগন তারা সকলের সহযোগিতা কামনা করেন।