

শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ফরিদ শেখ (৩২) নামের এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৩ মোটরসাইকেল আরোহী।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে শ্রীপুরের নয়নপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসাইন।
তেলীহাটি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি এস এম সুজন মুঠোফোনে বিস্তারিত জানান ।
নিহত ফরিদ শেখ উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙ্গীলা এলাকার মৃত তাইজউদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা তেলীহাটি ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে মাওনা ওসি জানান, বুধবার রাতে মোটরসাইকেলযোগে ফরিদ শেখ নয়নপুর এলাকায় ব্যক্তিগত কাজে যান। সেখান থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ফরিদসহ চারজন গুরুতর আহত হন। পরে ফরিদকে শেখ গুরুতর আহতবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।