

সাংবাদিক এস চাঙমা সত্যজিৎঃ
চাঙমা জাতির অস্তিত্ব রক্ষার জন্য
লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়া ধন্য;
বুদ্ধের আদর্শ লালন করিলে পূণ্য
জীবন মরণ সংগ্রামে এখনো শুন্য।
রায় দেওয়ান খীসা ও তালুকদার
চাঙমা জাতির ইতিবৃত্ত চমৎকার;
সকল ভেদাভেদ ভূলিয়া একতার
জাতীয় অস্তিত্ব আন্দোলনে অধিকার।
চাঙমা মারমা চাক ত্রিপুরা লুসাই
খিয়াং মরুং খুমি বোম তঞ্চঙ্গ্যা সবাই
বনযোগী জুম্মজাতি করবে লড়াই
পরস্পর পরস্পরে থাকিবে সবাই।
ছয়শত দশ সালে হলে বিপর্যয়
চাঙমা জাতির দর্প হলো পরাজয়
ফিরিয়া পাইতে তারা জাগরিত হয়
ঐক্যবদ্ধ সংগ্রামে আন্দোলনে নিশ্চয়।
খ্রিষ্টপূর্ব তিনশত বছরের আগে
আঘর তারা নামে ত্রিপিটক শাস্ত্রেতে;
চম্পক কলি রাজার চম্পক নগরে
অঙ্গরাজ্য রাজধানী ইতিহাস পাঠে।
বিজয় গিরি উদয় গিরি দ্বিগীজয়ী
দক্ষিণ পূর্ব এশিয়া করিল বিজয়ী
গঙ্গার অববাহিকা ব্রম্মা-শ্যাম পৌঁছি
জলদুস্য পরাজিত করিল বিজয়ী।
শাক্য রাজ্য শাক্যুমা বিবর্তনে চাঙমা
জম্বুদ্বীপে অধিপতি আরাকান বার্মা
জাতির বিলুপ্ত পথে বুদ্ধ ধর্ম ধ্বজা
জাগিয়া উঠিবে পূন: বীরত্বে চাঙমা।
সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ
ফ্রিল্যান্স সাংবাদিক, কবি ও
চাঙমা বর্ণমালা গবেষক।
রচনাকাল : বুধবার
সেপ্টেম্বর ২২, ২০২১ খ্রি.