কাপাসিয়া থানায় অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে মাদরাসা ছাত্রী উদ্ধার
শরিফ সিকদার, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
থানায় অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্রী মানজুমাকে (১৩) উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ।
অভিযোগ ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর এমদাদুল উলুম সিনিয়র মাদরাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মানজুমা। গত ১২ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। গত ২২ সেপ্টেম্বর তার বাবা মোস্তফা বাদী হয়ে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে মানজুমাকে উদ্ধার করেন কাপাসিয়া থানার এস আই নাহিদ হাসান খান।
এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম বলেন, অভিযোগর ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে মাদরাসা ছাত্রী মানজুমাকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category