

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড পটিয়া জোন এর ইনচার্জ মাওলানা মাহমুদ উল্লাহ ব্যক্তিগত পক্ষ থেকে সামাজিক সংগঠন আলো’কে এলইডি টিভি উপহার দিলেন। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার শহীদ ছবুর রোড প্রতিষ্ঠানের কার্যালয়ে আলো সংগঠনের আহবায়ক মো: ফরিদুল আলমের হাতে এ উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন আলো সংগঠনের যুগ্ন আহবায়ক আজিমুল হক রাসেল, সুমন উদ্দিন, মো: মেহেদী, মো: সোহেল, মহিন, মো: হৃদয়সহ ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড পটিয়া জোন এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড পটিয়া জোন এর ইনচার্জ মাওলানা মাহমুদ উল্লাহ বলেন, পটিয়ায় আলো নামের সামাজিক সংগঠনটি বিভিন্ন এলাকায় উন্নয়ন ও সেবামূলক কাজ করে যাচ্ছে। তৎমধ্যে গরীব শিক্ষাথর্ীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, ফ্রি পাঠদান কর্মসূচি পালন করে যাচ্ছে। তাই সত্যিই মহতি উদ্যেগ। তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আলো সংগঠনের নেতৃবৃন্দকে একটি টিভি উপহার দেয়া। আশাকরি আগামীতে আলো নামের সংগঠনটি পটিয়ায় আরো সামাজিক উন্নয়ন কর্মকান্ডে আলো ছড়াবে।