এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার বিকেল ৬ টা ৩০ মিনিটের দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা খেয়াঘাট গ্রামস্থ জৈনক সুজিত গাইনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন, খুলনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ীর নিকট হতে ৩ (শত) গ্রাম গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, (১) এনামুল হাওলাদার (২৪), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খারাইখালী এ/পি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নবজলমা গ্রামের মৃত ফজলে হক হাওলাদার, এর পুত্র, ও (২) অসীম মজুমদার (২৮), খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জালমা খেয়াঘাট এলাকার স্বর্গীয় মধুসূদন মজুমদারের, পুত্র বলে জানা যায়।
খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দত্ত, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৬ টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা খেয়াঘাট গ্রামস্থ জনৈক সুজিত গাইনের বাড়ির সামনে পাকা রাস্তার উপরে ২ জন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিকের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ বটিয়াঘাটা থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করেন। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে গাঁজা আছে স্বীকার করেন। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩ (শত) গ্রাম গাঁজা উদ্ধারসহ তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে, বলে তিনি জানিয়েছেন। তাদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানার মামলা নং- ১০, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।