

মোঃ মোজাম্মেল হোসেন বাবু
রাজশাহীঃ
রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্তাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ মশিয়ার রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইং-২১/০৯/২০২১ তারিখ রাত্রী ২২.৫৫ ঘটিকায় রাজপাড়া থানাধীন শ্রীরামপুর পূর্বপাড়া জামে মসজিদ এর দক্ষিণ পাশে দিয়ে নদীর চোরে নামার গলি পথের উপর অবস্থান নিয়ে সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় একজন চোরা-কারবারী কে মাথায় বস্তাসহ আটক করতে পারলে ও কৌশলে অন্যান্য চোরা-কারবারীরা তাদের মাথায় থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। অতঃপর বিধিমোতাবেক তল্লাশীকালে ধৃত আসামীর বস্তার মধ্য হইতে ১৫০ বোতল এবং পলাতক আসামীর ফেলে যাওয়া বস্তার মধ্য হইতে ১২০ বোতল, সর্বমোট(১৫০+১২০)=২৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিধিমোতাবেক জব্দ করেন। আটককৃত ব্যক্তির নাম মোঃ আমির হোসেন(৩৫), পিতা-মোঃ আলম সিপাই, সাং-ইউসুফপুর সিপাইপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহী । এ সংক্রান্তে রাজপাড়া থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।