

মোঃ শরিফ মিয়া:
মহান স্বাধীনতার নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফরিদুল হক খান (দুলাল) এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম ও পৌর মেয়র,ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ:কাদের শেখসহ আরো অনেকেই।
সংবাদ সম্মেলনে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্বব ফরিদুল হক খান (দুলাল) এমপি বলেন, “আগামীকাল ২৫ সেপ্টম্বর’২০২১ শনিবার বাংলাদেশ আওয়ামীলীগ, ইসলামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। উদ্বোধক হিসাবে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এড.মুহাম্মদ বাকী বিল্লাহ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।
এছাড়াও সম্মেলন বিশেষ অতিথি হিসাবে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই ত্রি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে নতুন দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্ধ উদ্দীপ্ত কর্মীদের সাথে আওয়ামী লীগকে শক্তি শালী, সুসংগঠিত করে জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রগামী সৈনিকের ভূমিকা পালন করবে। তাই সম্মেলনকে সফল করতে গণমাধ্যম কর্মী তথা সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।”
এসময় ইসলামপুর প্রেসক্লাব ও ইসলামপুর মিডিয়া প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।