

মোঃ ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ১ হাজার ১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ থানাধীন ছোট্ট গুহের কান্দি এলাকায় দশকানী মাহিদা ফার্নিচার গ্যালারী নামক দোকানের সামনে হতে প্রথমে খোরশেদ মাদবরের ছেলে রাজু মাদবর (৩৬)কে ১’শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
রাজুর মাদবরের তথ্যের ভিত্তিতে, মুন্সীগঞ্জ থানাধীন সুজানগর এলাকায় কামাল উদ্দিন এর অটো গ্যারেজের সামনে থেকে টঙ্গীবাড়ি উপজেলার ধোপরাপাশা মোল্লা বাড়ি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে মাসুম মোল্লা (৪৫) কে ২’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে মুন্সীগঞ্জ থানাধীন দক্ষিণ কোর্টগাঁও পতাকা চত্ত¡রের সাগর কম্পিউটার্স দোকানের সামনে থেকে চরডুমুরিয়া এলাকার দুলাল সৈয়ালের স্ত্রী মোছাঃ মায়া খাতুন (৪১) ও গজারিয়া উপজেলা পোড়াচক বাউসা এলাকার মুকুন্দ্র চন্দ্র বর্মনের মেয়ে শিল্পী বর্মন (৩৫) কে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট হতে ৮’শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
মুন্সীগঞ্জ ডিবি অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ (পিপিএম) বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী রাজু মাদবরকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করি। পরে আসামী রাজু মাদবর থেকে প্রাপ্ত তত্যে ভিত্তিতে আবারও অভিযান চালিয়ে ইয়াবাসহ বাকি আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আরো বলেন, যারা মাদক সেবন ও ব্যবসা করে তারা যে কেউ হোক কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক সেবন ও ব্যবসায়ীকে সবাইকে আইনের আওতায় আনা হবে। আসামীদের বিরুদ্ধ মুন্সীগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে ও আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।