

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি,,, তারিখে গঠিত কমিটির সভাপতি হয়েছেন আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এর ২৩/৯/২১ ইং তারিখে স্বাক্ষরিত এক পত্রে ১৮/০৬/২০০৯ তারিখে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি প্রবিধানমালা- ২০০৯ এর ৩৯ নং ধারা অনুযায়ী চার সদস্যের সমন্বয়ে আগামী ৬ মাসের জন্য চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত নতুন কমিটি হলো সভাপতি (বরিশাল শিক্ষা বোর্ড মনোনীত) সোহেলী পারভীন মালা,সদস্য সচিব (পদাধিকার বলে) মোঃ হুমায়ুন কবির, শিক্ষক সদস্য (জেলা শিক্ষা অফিসার মনোনীত) দেবাশীষ কুমার বিশ্বাস,অভিবাবক সদস্য (জেলা প্রশাসক /উপজেলা নির্বাহী অফিসার মনোনীত) মোঃ কুদ্দুস মৃধা।