

এস,এম আব্দুর রাজ্জাক রাজন ঝিনাইদহ প্রতিনিধিঃ
কোটচাঁদপুর থানার সর্বত্র অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী হচ্ছে নানা বেকারী পণ্য। এসব বেকারির তৈরি নিন্মমানের বিভিন্ন খাদ্যদ্রব্য কিনে একদিকে প্রতারিত হচ্ছে গ্রাহক, অপরদিকে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।
অপরদিকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছেন বেকারি মালিকরা।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোটচাঁদপুর এলাকায় লিমা ফুড, কামাল হোসেন বেকারি,
যাদের নেই কোন ট্রেড লাইসেন্স ও বিএসটিআই‘র অনুমোদন। অস্বাস্থ্যকর, নোংরা ও সেঁতস্যাতে পরিবেশে নিন্মমানের মনিকা, বিভিন্ন ধরনের বিস্কুট, জন্মদিনের কেক, মিষ্টি, লাড্ডু, বাটারবন, শিশু খাদ্য ও বেকারী পণ্য তৈরি হচ্ছে। আর অল্প বেতনে শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। বেকারী শ্রমিকরা খালি গায়ে, শরীর থেকে ঘাম বেয়ে পরছে, ময়লা হাতে কখনো দেখা যায় একহাতে সিগারেট অন্য হাত দিয়ে কাজ করছে অথবা পায়ে মাড়িয়ে কাজ করছেন।
খোলাভাবে তেলভর্তি ড্রাম রাখা হয়েছে। তার উপরে মাছি ভনভন করছে, উড়ে এসে বেকারির ময়লা-কালি ও ধুলো-বালি পড়ছে। কয়েকজন শিশু মাটিতে খাবার রেখে খালি গায়ে ময়লা হাতে বিভিন্ন খাবার প্যাকেট করছে। পাশেই রয়েছে ক্ষতিকর বিভিন্ন প্রকার রং ও স্যাকারিন। এ সময় বেকারীর মালিকদের কাছে অনুমোদনের কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে পারেননি।
ঝিনাইদহ ডিসি মোঃ মুজিবর রহমান বলেন , যেহেতু আমরা অভিযোগ পেয়েছি দ্রুত এসকল বেকারিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।।