

মোঃ শরিফ মিয়াঃ
মহান স্বাধীনতার নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ, ইসলামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে আগামী তিন বছরের জন্য ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান( দুলাল) এমপি মহোদয়কে পুনরায় সভাপতি ও এড.আব্দুস ছালাম কে পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।
সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্বব এড.মুহাম্মদ বাকী বিল্লাহ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।
ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে সম্মেলন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,শিক্ষা মন্ত্রী ডা:দীপু মনি এমপি,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও শফিউল আলম চৌধুরী নাদেল,সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি,সদস্য মারুফা আক্তার পপি, সদস্য উপাধ্যক্ষ রমন্ড আরেং, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটি সদস্য রেজাউল করি হীরা,পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আবুল কালাম আজাদ এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি,জামালপুর-৫আসনের সংসদ সদস্য ইঞ্জি.মোজাফ্ফর হোসেন,জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা,জামালপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি জি.এস.এম মিজানুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক এড.সরোয়ার জাহান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম ।
বক্তারা বক্তারা বলেন,এই ত্রি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে নতুন দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্ধ উদ্দীপ্ত কর্মীদের সাথে আওয়ামী লীগকে শক্তি শালী, সুসংগঠিত করে জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রগামী সৈনিকের ভূমিকা পালন করবে।