মোঃ গোলাম মোস্তফা
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে অটোরিক্সা দু্র্ঘটনায় মুজাহিদ নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছ।
নিহত শিশুটি জাহাঙ্গীরপুর ইউনিয়নের খানপাড়া গ্রামের আয়নাল হকের পুত্র।
সোমবার(২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডস্টোর মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,যত্ন প্রকল্পের টাকা নিতে শিশুটির মা পারভীন আক্তার অটোরিক্সাযোগে শিশুটিকে নিয়ে জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসায় আসছিল।অটোরিকশাটি সিডষ্টোর নামক মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের জমিতে পড়ে যায়। এতে মোজাহিদ মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী
এবিষয়টি নিশ্চিত করেছেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান,পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।