

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
২৮ সেপ্টেম্বর মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী সফল করার লক্ষ্যে পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন ওয়ার্ডের।সভাপতি ও সাধারণ সম্পাদক কে পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ঐক্যবদ্ধভাবে মিছিলসহকারে নিয়ে আসার জন্য জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব পটিয়া আসনের তিনবারের নির্বাচিত এমপি আলহাজ্ব
সামশুল হক চৌধুরীর নির্দেশে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর দুইটার সময়ে এসে জন্মদিন অনুষ্ঠান সফল করার আহবান জানান পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহসভাপতি কলিমুর রহমান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। শফিকুল ইসলাম শফি বলেন, প্রধানমন্রীর ৭৫ তম জন্মদিন পালন উপলক্ষে পটিয়া উপজেলা পৌরসভা এলাকায় বিভিন্ন ওয়ার্ডে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জন্মদিন অনুষ্ঠান হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী নেতৃত্বে পালন করা হবে। তিনি জানান দেশের মধ্যে সর্বাধিক মানুষের উপস্থিতিতে জন্মদিন অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ৫০ হাজার মানুষের সমাগম হবে বলে তিনি আশাবাদী।