

পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ-
পটিয়ার কৃতিসন্তান, মনীষী আবদুল করিম সাহিত্যবিশারদের ৬৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে আসন্ন জন্মোৎসব উদযাপনে গঠিত আবদুল করিম সাহিত্যবিশারদ জন্ম সার্ধশতবর্ষ উদযাপন পরিষদ। এ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পটিয়ার সুচক্রদণ্ডী গ্রামে সাহিত্যবিশারদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পরিষদের মহাসচিব অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানুর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, প্রাবন্ধিক নেছার আহমদ, সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, এসএমএকে জাহাঙ্গীর, অধ্যাপক অজিত কুমার মিত্র, গবেষক আহমদ কবির, এডভোকেট কবিশেখর নাথ, মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, রেজাউল কবীর, জাহেদউল পাশা আকাশ, অধ্যাপক ভগীরথ দাশ, আবদুর রাজ্জাক, আবদুল হাকিম রানা, সাগর দাশ, এডভোকেট খুরশীদ আলম, গৌতম চৌধুরী, মামুনুর রশিদ তরফদার, আবু সৈয়দ তালুকদার খোকন, বিধান দাশ, অভিজিৎ শুভ, রুবেল সেন, সাজেদুল করিম রুদ্র, নয়ন দে প্রমুখ।