মোঃমহিউদ্দীন খাঁন কমলগনঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী আকবর (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় লাউয়াছড়ার মাগুরছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
নিহত আলী আকবর উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের খালিক মিয়ার ছেলে।
নিহতের সাথে থাকা তার ভাই জসিম উদ্দিনও (২২) গুরুতর আহত হয়ে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আলী আকবর ও তার ভাই জসিম উদ্দিন মিলে অটোরিকশা নিয়ে শ্রীমঙ্গলে যায় নিজের দোকানের মালামাল কিনতে। সেখান থেকে নিজ এলাকায় ফেরার পথে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া সড়কে ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় তারা।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আলী আকবরের মৃত্যু হয় এবং কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক দেখে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।’