এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
১ অক্টোবর ২০২১ শুক্রবার সকাল ৬ টা ৩০ মিনিটের দিকে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার এলাকায় ৪ (শত) ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন, গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,
(১) ফেরদৌস সরদার (৪৯), খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর গ্রামের মৃত মোফাজ্জেল সরদারের পুত্র, (২) পবিত্র সরকার (৩৭), বটিয়াঘাটা উপজেলার শৈলমারী গ্রামের স্বর্গীয় ঠাকুরদাস সরকারের পুত্র বলে জানা গেছে।
খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ১ অক্টোবর শুক্রবার সকাল ৬ টার দিকে বটিয়াঘাটা উপজেলার দক্ষিণ শৈলমারী গ্রামস্থ জনৈক তুহিন বৈরাগীর, মৎস্য ঘেরের সামনে উত্তর শৈলমারী খেয়াঘাট মাইল মারা গামী ইটের সলিং এর রাস্তার উপর ২ জন মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করার জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিকের, নেতৃতে সংগীয় অফিসার ও ফোর্সসহ বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে সকাল ৬ টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থল বটিয়াঘাটা থানাধীন দক্ষিণ শৈলমারী গ্রামস্থ জনৈক তুহিন বৈরাগীর, মৎস্য ঘেরের সামনে উত্তর শৈলমারী খেয়াঘাট হইতে মাইলমারা গামী ইটের সলিং রাস্তার উপর থেকে উক্ত মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ৪ (শত) ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়। থানার মামলা নং- ২, ১/১০/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯।
উল্লেখ্য, আরোও জানা যায়, উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসকল মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। মাদক ব্যবসায়ীরা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে বলে জানা যায়।