

স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আমেনা এবং তার পরিবারের উপর হামলা চালায় একই গ্রামের আবুল কাসেম,আফাজ উদ্দিন, হাফিজ উদ্দিন, সর্ব পিতা – মৃত মফিজ উদ্দিন, আজিজুল হক,সাইফুল ইসলাম উভয় পিতা-আবুল হাসেম।সর্ব সাং শিমুলতলা।
অভিযোগ সূত্রে জানা যায় ২৭/০৯/২০২১ইং তারিখ বিকাল অনুমান ৩টার সময় বিবাদীগন জমিজমার বিষয়াদি নিয়ে পূর্ব শত্রুতার আক্রোশে আমেনা এবং তার পরিবারের উপর পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিত ভাবে দা,লাঠি,লোহার রোড ইত্যাদি নিয়া তাদের উপর হামলা চালায়।ভূমিধস্যু সন্ত্রাসিদের হামলায় ভুক্তভোগী আমেনা সহ তার স্বামী ছেলে মেয়ে পরিবারের সকলকেই পিটিয়ে মারধর করে রক্তাক্ত আহত করে এবং পোল্ট্রি ফার্মে অনাধিকার প্রবেশ করে পোল্ট্রিঘর ভাংচুর করে।এতে অনুমান ১ লক্ষ্য টাকা ক্ষতি সাধন হয়।ভূমিদস্যু সন্ত্রাসিরা বাদী আমেনার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্নের চেইন নিয়ে যায় যাহার বাজার মূল্য অনুমান ৬৫হাজার টাকা।ভূমিদস্যুরা তাদের উপর বিভিন্ন ভাবে আঘাত করে এবং পোল্ট্রিঘর ভাংচুর করে।এসময় তাদের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের রক্ষা করে হাসপাতালে পাঠাই এবং প্রাথমিক চিকিৎসা নেন।বিবাদীগণ হুমকি প্রদান করে যে,এবিষয়ে আইনের আশ্রয় নিলে খুন জখম করে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দেয়,এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে।এমতাবস্থায়,থানায় অভিযোগ করেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী আমেনা ও তার নিরীহ পরিবার।তাই,এবিষয়ে আইন প্রয়োগকারীসংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার।