

সৈকত জোয়ারদার বাবুঃ
১১ নং সুয়াবিল ৬ নং ওয়ার্ড শোভনছড়ি নিবাসী মোহাম্মদ সোহরাব উদ্দিন (সিএনজি চালক) দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাঁচা মরা সন্ধিক্ষণে পতিত।
উনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হওয়ার কারনে আগেও একবার অপারেশন করা হয়েছে। বর্তমানে উনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ার কারণে উনার খুব শীঘ্রই ৩ ধাপে অপারেশন করতে হবে। অপারেশন করতে প্রায় ৪ লক্ষ টাকা প্রয়োজন।
তার পরিবারের আর্থিক অবস্থা দূর্বল হওয়ার কারনে এই ব্যয় বহুল চিকিৎসা খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
এমতাবস্থায় সকলের নিকট আকুল আবেদন, যে যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আল্লাহর রহমতে বেঁচে যেতে পারে একটি প্রাণ।
১/01643-949018(বিকাশ) (মোঃতারেক)
২/01646-224300(বিকাশ ও নগদ) (মোঃআনিস)
যোগাযোগের ঠিকানা :
১। শোভনছড়ি ফাউন্ডেশন
ঠিকানা : শোভনছড়ি, নয়াহাট, সুয়াবিল ইউনিয়ন, ভূজপুর,চট্টগ্রাম।
২।মোঃতারেকুল ইসলাম
মোবাইলঃ 01643-949018
৩। মোঃআনিস
মোবাইলঃ01646-224300