

আরিফ প্রধান:
গাজীপুরের শ্রীপুরে ২৫০ গ্রাম হেরোইন’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মানিক (৩৫) আবদার গ্রামের মৃত আ. রহমানের সন্তান ও মামুন (২২) একই এলাকার হাসান আলীর সন্তান।
ডিবির উপ-পরিদর্শক (এস.আই) মোঃ শহিদুল ইসলাম মোল্লা বিপিএম জানান, আবদার এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম) স্যার ও ডিবির ওসি আমির হোসেন স্যারের দিক নির্দেশনায় ফোর্সসহ অভিযান চালিয়ে মামুনের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশী করে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ১২ লাখ ৫০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের নামে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।