

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
দক্ষিণ চট্টগ্রামের সাবেক সদর মহকুমা পটিয়া পৌর সদর ঐতিহ্যবাহী পটিয়া আদালত- খাসমহল রোড় ব্যাবসায়ি সমিতির নির্বাচনে বিপুল ভোটে মোহাম্মদ আইয়ুব আলী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ১ অক্টোবর দুপুরে পটিয়া পৌরসভা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এন নাছির পটিয়া আদালত- খাসমহল রোড় ব্যাবসায়ি সমিতির নির্বাচন মোহাম্মদ আইয়ুব আলী সভাপতি নির্বাচিত ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত সমিতির নবনির্বাচিত কর্মকর্তা দয়াল চৌধুরী, পটিয়া পৌরসভা যুবলীগ সাধারণ সম্পাদক রফিকুল আলম, ব্যাবসায়ি জানে আলম, ৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা হায়দার আলমসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২৭ সেপ্টেম্বর মোহাম্মদ আইয়ুব আলী চাতা প্রতিক নিয়ে( ১৩৬) ভোট পেয়ে নির্বাচিত সভাপতি হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ দিদারুল আলম আনারস প্রতিক নিয়ে ভোট পেয়েছেন (৯৩) ভোট। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, মোঃ হারুনুর রশিদ। নবনির্বাচিত সমিতির সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী বলেন, তার উপর ব্যাবসায়িদের অর্পিত দায়িত্ব পালন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।