

শ্রীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে।এঘটনায় শ্রীপুর চৌরাস্তার বাসিন্দা ফার্নিচার ব্যবসায়ী জুলহাজ একই এলাকার সাদেকুল ইসলাম পারভেজ ও তার ভাই সোহান সহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্র ও জুলহাস জানায়,২৯ সেপ্টেম্বর রাত ২ টার দিকে পারভেজ আমার ঘরে সুকৌশলে প্রবেশ করে আমার মোবাইল চুরি করার পর ও আমার স্ত্রীর মোবাইল চুরি করার সময় আমার স্ত্রীর ঘুম ভেঙে গেলে চুর বলিয়া চিৎকার দিলে পারভেজ দৌড়ে পালিয়ে যায়। পরে সকালে তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে বিষয়টি তার পরিবারকে জানিয়ে মোবাইল ফেরত চেয়ে চলে আসি।
এরই ধারাবাহিকতায় রাত ৯ টার দিকে অভিযুক্তরা সহ অজ্ঞাত কয়েকজন আমার দোকানে এসে আমাকে গালিগালাজ করে মারপিট শুরু করে। এসময় দোকানের ক্যাশ থেকে টাকা কেড়ে নেয় ও দোকান ভাংচুর করে আমার অনেক ক্ষতি সাধন করে।আমার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আমাকে হুমকি দিয়ে চলে যায়। পরে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।এছাড়াও পারভেজের নামে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে ও জানান স্থানীয়রা।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল জানান, অভিযোগটি তদন্ত করে উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।