RAB-5, রাজশাহী কর্তৃক বিদেশী পিস্তল, ম্যাগজিন এবং গুলিসহ ০১ জন শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী আটক


রাজু আহমেদঃ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, RAB-5 রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকশ অপারেশন দল অদ্য ০২ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ দুপুর ০২:৩০ ঘটিকায় নওগাঁ জেলার মান্দা থানাধীন কালিসপা কালিতলা মাঠের উত্তর দিকে “কালিসপা জাগরণী ক্লাব” এর ঘরের ভিতরে একটি অস্ত্রধারী সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে, বিদেশী পিস্তল- ০২ টি, ম্যাগজিন- ০৩ টি, গুলি- ০৭ রাউন্ড শপিং ব্যাগ-০১ টিসহ আসামী মোঃ এজাবুল রহমান (২৬), পিতা- মৃত গেদু মন্ডল, সাং গাজিপুর (সোনামসজিদ), থানা- শিবগঞ্জ, জেলা- চাপাইনবাবগঞ্জকে হাতেনাতে আটক করে।ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন
অবৈধ অস্ত্র মুক্ত সমাজ গড়ুন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category