নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে ৫ নং ওয়ার্ড গোরনখাইন রহমান শাহ বাড়িতে আদালতে বিচারাধীন বিরোধীয় জায়গা প্রতিপক্ষরা জোরর্পূবক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বর্তমানে দু’পক্ষে মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসীরা। এ সংক্রান্ত বিষয় নিয়ে হাছিনা বেগম বাদী হয়ে পটিয়া থানায় প্রতিপক্ষ খোরশেদ আলম গং এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
থানার অভিযোগ ও আদালতে মামলা সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে হাছিনা বেগমের সাথে প্রতিপক্ষ খোরশেদ আলম গং এর সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধীয় জায়গা নিয়ে উভয় পক্ষে বেশ কয়েকবার হামলা মামলার ঘটনা ঘটে।এ বিষয় নিয়ে হাছিনা বেগম বাদী হয়ে পটিয়া যুগ্ন জেলা জজ আদালতে অপর বিভাগ মামলা নং-২৭১/১৮ দায়ের করলে বিচারক বিবাদী খোরশেদ আলমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে খোরশেদ আলম গত ১৪ সেপ্টেম্বর পুনরায় বিরোধী জায়গায় পাকা গৃহ নির্মাণ করতে গেলে বাদী হাছিনা বেগম বাধা দিলে প্রাণ নাশের হুমকি প্রদান করে। এ ঘটনার পর হাছিনা বেগম ১৫ সেপ্টেম্বর পটিয়া থানায় ও ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত (দক্ষিণে) মিছ মামলা নং-১১৬৪/২১ দায়ের করেন। উক্ত বিরোধীয় জায়গা দখল -বেদখল করা নিয়ে মামলা বাদিনী হাছিনা বেগম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে। তিনি এ বিষয় নিয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।