

রোকুনুজ্জামান খান:
গাজীপুর সদরে বাঘেরবাজার লিথী গ্রুপের গার্মেন্টস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করলে স্থানীয়রা এসে শ্রমিকদের উপর হামলা চালায় এতে প্রায় বিশ শ্রমিক আহত হয়।
রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার শিরিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয় বলে জানা যায়।
কারখানার কর্মরত শ্রমিকরা জানান, গত বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্মকর্তা অনিমেস্ আমাদের নারী শ্রমিকের সাথে খারাপ ভাষায় গালি গালাজ করে। এ ঘটনায় ঐ কর্মকর্তার অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করলে,পরে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাধানের আশ্বাস দিয়ে, দুপুরে ছুটি দিয়ে দেয়। শনিবার সকালে ওই কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানালে আমরা সকলেই কাজে যোগদান করি।
পরে রোববার সকালে কারখানার ২নাম্বার গেটের সামনে এসে দেখি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর (১৩)১, ধারায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেয় কারখানার কর্তৃপক্ষ। আমরা এর কারণ জানতে চেয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান করি।
এসময় স্থানীয় বুদ্দিনের ছেলে পলাশ সহ তার সন্ত্রাস বাহিনীরা এসে রট,লাঠি শুটা দিয়ে এলোপাথাড়ি মার,পিট সুরু করে। এতে আমাদের নারী শ্রমিক সহ প্রায় ২০ জন আহত হয়। আহত দের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান শ্রমিকরা।
এ ব্যাপারে লিথী গ্রুপ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে কেও কথা বলতে রাজি হয়নি।