

শ্রীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে গ্রাহকদের চাহিদা পূরণ ও ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দারপ্রান্তে পৌঁছে দেয়ার লক্ষ্যে যমুনা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ভোধন করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে শ্রীপুর চৌরাস্তার মাওনা রোডে পুষ্প কানন ও ইকবাল ট্রেডার্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শাখার শুভ উদ্বোধন করেন শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিছুর রহমান।
মাওনা শাখার ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে এবং এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর আহমাদুল কবির মন্ডল দারা, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ প্রধান।
এছাড়াও এজেন্ট ব্যাংকিং এর উপকারীতা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, এজেন্ট ব্যাংকিং এর প্রধান এ.বি.এম সাদী, সহকারী প্রধান শেখ রাফেজুল ইসলাম, ফার্স্ট অফিসার আল মাসুদ, মাওনা শাখার এক্সিকিউটিভ অফিসার একরাম হোসেন খান। এসময় পুষ্প কাননের মালিক আকেসাব সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।