মাগুরার মহম্মদপুর উপজেলায় ইয়াবাসহ দুই যুবক আটক


মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুর উপজেলায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার (২ অক্টোবর) রাতে ধোয়াইল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ দেলোয়ার হোসেন (৩২) ও খাইরুল (৩০) কে ১৩ পিচ ইয়াবাসহ আটক করেছেন পুলিশ।
আটককৃত দোলোয়ার আউনাড়া গ্রামের মন্তাজ মোল্যার ছেলে এবং খাইরুল একই গ্রামের আবুল শেখের ছেলে।
মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে মহম্মদপুর থানার এস আই মোঃ ফরিদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ধোয়াইল বাজার এলাকার থেকে দেলোয়ার হোসেন ও খাইরুলকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক দ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category