কবিতা- সন্ধ্যা মালতী


মিজানুর রহমান মিজানঃ
সন্ধ্যা ঘনিয়ে এলো
আকাশে সন্ধ্যা তারা উঠেছে
আজ সবকিছু ভালো লাগছে,
চারদিকে মৌ মৌ
গুন গুন পাখি গাইছে যে গান
কি এক আনন্দে দুলছে যে প্রাণ
কাছের কেউ এলো
আমি এলোমেলো
শন শন বায়ু যে বইছে
সন্ধ্যা মালতী ফুটেছে,
আমার মনেরি অঙ্গনে
আজ এই মধুর লগনে
সন্ধ্যা মালতীর মতো
সুখের কলি ফুটেছে।
কে যে দোলা দিয়ে যায়
কাঁপিয়ে হৃদয়
কি যে হয়েছে
মনে হয় প্রেমে পরেছে । নিউইয়র্ক -যুক্তরাষ্ট্র
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category