

শরিফ মিয়াঃ
স্থানীয় সরকার বাস্তবায়নে জামালপুরের ইসলামপুরে চিনাডুলী ইউনিয়নে ১হাজার ২৯০জন ও চর পুটিমারী ইউনিয়নের ১হাজার ৩৩০জন হতদরিদ্র পরিবারের অন্ত:সত্বা নারী ও ৬০মাস বয়সী শিশুদের মাঝে আইএসপিপি-যত্ন প্রকল্পের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলার চিনাডুলী ইউনিয়নে গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ, সরকারী ইসলামপুর কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, চেয়ারম্যান আঃ সালাম, পোস্ট অফিসের পরিচালক জাহাঙ্গীর আলমসহ ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট(আইএসপিপি)-যত্ন প্রকল্পের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
একই দিন চরপুটিমারী ইউনিয়নে উপকারভোগীদের মাঝে পরিষদ থেকে যত্ন প্রকল্পের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।